Thursday, April 20, 2017

Book Review-2

 ফেরা এখন ও ফেরেনি........


ফেরা একটি অন্যরকম বই। নিজের পারিবারিক লাইব্রেরিতে সংগ্রহে রাখার মত একটি বই। আপনার অনুভূতিতে নাড়া দেবে। দুইজন অমুসলিম বোনের আসল ঠিকানায় ফিরে আসার সত্যি গল্প।পদে পদে বাধা প্রতিবন্ধকতা কাটিয়ে কিভাবে সঠিক আলোর দিশা পেলেন তাও জানা যাবে। অমুসলিমরা মুসলমানদের কেমন দৃষ্টিতে তা জানা যাবে এই বইতে। আমরা যারা জন্মসূত্রে ইসলাম পেয়েছি কতটুকু শিক্ষেছি তা কখন যাচাই করছি অথবা প্রয়োজন মনে করিনি কখন ও। আমার প্রতাশা সষ্ট্রার সকল সৃষ্টি সঠিক পথে ফিরুক।
বই কেনার পর নিজে পড়া শেষ করে বেসরকারি ব্যাংককে কর্মরত একবন্ধু বইটি পড়তে নিলে অন্য একজন সহকর্মী নাম দেখে পড়ার আগ্রহ প্রকাশ করে।এভাবে পর পর পাচঁজন সহকর্মী পড়া শেষ করে ফেরা আমার হাতে ফিরে আসলেও এখন আমার হাতে নেই। আমার ডিপার্টমেন্ট এর ডিজিএম আপার হাতে,আপার একটু পড়ে মনে হয় ভাল লেগেছে, বলে বইটা নিয়ে যাই ,আমি বললাম জী অবশ্যই । ফেরা হয়ত একসময় আমার হাতে ফিরে আসবে কিন্তু আমি চাই পৃথিবীর সকল মানুষ সষ্ট্রার সঠিক নিদের্শিত পথে ফিরুক।
যারা বইটি পড়েছেন আপনাদের অনুভুতি জানাতে পারেন।
 বইটি সংগ্রহ করতে চাইলে এই ঠিকানায় Wafi Life  যোগাযোগ করতে পারেন।
অনলাইনে ইসলামি বই কেনার  একটি বড় ই-প্লাটফরম।

No comments:

Post a Comment

মহানবী (সা.)-এর বিদায় হজের ঐতিহাসিক ভাষণ:

বিশ্ব নবী হযরত মুহাম্মদ ( সা .) দশম হিজরী সনের পবিত্র হজের সময় প্রায় ১ লাখ ৫০ হাজার সাহাবির সামনে জিলহজ মাসের ...