ফেরা এখন ও ফেরেনি........
বই কেনার পর নিজে পড়া শেষ করে বেসরকারি ব্যাংককে কর্মরত একবন্ধু বইটি পড়তে নিলে অন্য একজন সহকর্মী নাম দেখে পড়ার আগ্রহ প্রকাশ করে।এভাবে পর পর পাচঁজন সহকর্মী পড়া শেষ করে ফেরা আমার হাতে ফিরে আসলেও এখন আমার হাতে নেই। আমার ডিপার্টমেন্ট এর ডিজিএম আপার হাতে,আপার একটু পড়ে মনে হয় ভাল লেগেছে, বলে বইটা নিয়ে যাই ,আমি বললাম জী অবশ্যই । ফেরা হয়ত একসময় আমার হাতে ফিরে আসবে কিন্তু আমি চাই পৃথিবীর সকল মানুষ সষ্ট্রার সঠিক নিদের্শিত পথে ফিরুক।
যারা বইটি পড়েছেন আপনাদের অনুভুতি জানাতে পারেন।
বইটি সংগ্রহ করতে চাইলে এই ঠিকানায় Wafi Life যোগাযোগ করতে পারেন।
অনলাইনে ইসলামি বই কেনার একটি বড় ই-প্লাটফরম।
No comments:
Post a Comment