কোন মেয়ে যেন কোন ছেলের সাথে মাহরাম ছাড়া একত্রিত না হয়। কোন মহিলা যেন মাহরাম ছাড়া সফর না করে। একজন জিজ্ঞেস করল, হে আল্লাহর রাসূল! আমার স্ত্রী হজ্জের সফরে বের হয়েছে আর আমি উমুক যুদ্ধের জন্য নাম লেখিয়েছি। আমি কি করতে পারি? রাসুল ছা: বললেন তুমি (জিহাদ ছেড়ে) স্ত্রীর সাথে হজ্জে যাও। ছহীহ বুখারী, ৩০০৬, মুসলিম-১৩৪১।
ব্যাখ্যা:
মাহরাম কি? যার সাথে বিবাহ হারাম যেমন নিজ ছেলে, নিজ পিতা।
অনুধাবন:
১. মেয়ের সাথে মাহরাম থাকা জিহাদের চেয়ে জরুরী।
২. মেয়ে এত সম্মানী যে তার জন্য বাইরে গেলেই বডি গার্ড এর ব্যবস্থা রেখেছে ইসলাম। তার নিরাপত্তা, খাওয়া- পড়া সব কিছুর দায়িত্ব পুরুষের উপর। যে পুরুষ একজন মেয়েকে তার এই প্রাপ্য সম্মান টুকু দিতে পারেনা সে পিতা/ভাই/স্বামী… নামের কলংক ও কাপুরুষ।
শিক্ষা: ধর্ষণ থেকে মুক্তির হাযার বছর আগে দেয়া সবচেয়ে উপযুক্ত বিধান।
see more post visit: online media.net |
No comments:
Post a Comment